রায়হান আলম, নওগাঁ প্রতিনিধি: করোনা ভাইরাস প্রতিরোধে নওগাঁর রাণীনগর থানায় প্রবেশ পথে জীবানুনাশক স্প্রে কক্ষ স্থাপন করা হয়েছে। নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের সংসদ সদস্য মো: ইসরাফিল আলমের উদ্যোগে ও ২০১৯-২০ অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচী (এডিপি’র) আওতায় এই জীবানুনাশক স্প্রে কক্ষ স্থাপন করা হয়। এ কাজের পিআইসি সদর ইউপি চেয়ারম্যান।
মঙ্গলবার সকালে জীবানুনাশক স্প্রে কক্ষের শুভ উদ্বোধন করেন রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আল মামুন। এ সময় উপস্থিত ছিলেন, রাণীনগর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) শাইদুর রহমান মিঞা, রাণীনগর থানার ওসি মো: জহুরুল হক, ইন্সপেক্টর (তদন্ত) তারিকুল ইসলাম, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান পিন্টু।
রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আল মামুন জানান, করোনা ভাইরাস প্রতিরোধে এডিপি'র আওতায় থেকে তিন স্থানে জীবানুনাশক স্প্রে কক্ষ স্থাপনের উদ্দ্যোগ গ্রহন করা হয়। থানায় স্থাপন করা হয়েছে। আগামী সপ্তাহের মধ্যে উপজেলা পরিষদে প্রবেশ পথে ও হাসপাতালে প্রবেশ পথে জীবানুনাশক স্প্রে কক্ষ স্থাপন করা হবে বলেও জানিয়েছেন তিনি।
0 মন্তব্যসমূহ
আপনার মূল্যবান মন্তব্যটি করার জন্য...ধন্যবাদ