Header Ads Widget

মেয়রের ত্রাণ তহবিলে অর্থ সহায়তা দিয়েছে জিমেস্কো

প্রেস বিজ্ঞপ্তি: রাজশাহী সিটি কর্পোরেশনের ত্রাণ তহবিলে অর্থ সহায়তা দিয়েছে জিমেস্কো। বুধবার দুুপুরে নগর ভবনে সিটি মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের হাতে অনুদানের অর্থ তুলে দেন প্রতিষ্ঠানটির কর্মকর্তাবৃন্দ।করোনাভাইরাসে (কোভিড-১৯) ক্ষতিগ্রস্থ কর্মহীন ও নিম্ন আয়ের মানুষদের সহায়তায় সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ায় তাদের আন্তরিক ধন্যবাদ জানান মেয়র।


এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির পরিচালক (বিজনেস ডেভেলপমেন্ট) মোঃ মাহমুদুর রহমান সবুজ ও পরিচালক (টেকনিক্যাল) মোঃ আনোয়ারুল ইসলাম।

উল্লেখ্য, গত ১৪ এপ্রিল এক বিবৃতিতে কর্মহীন ও নিম্ন আয়ের মানুষদের জন্যে রাজশাহী সিটি কর্পোরেশনের ত্রাণ তহবিলে নগদ অর্থ/ নিত্য প্রয়োজনীয় পণ্য প্রদানের আহ্বান জানান মেয়র। এরপর মেয়রের আহ্বান সাড়া দিয়ে এগিয়ে আসছেন অনেক ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংগঠন।



 Translate English.



Zimesco has donated money to the mayor's relief fund

Press Release: Zimesco has provided financial assistance to the relief fund of Rajshahi City Corporation. The donation was handed over to City Mayor AHM Khairuzzaman Liton at Nagar Bhaban on Wednesday afternoon by the officials of the organization. The mayor thanked them for extending a helping hand to the unemployed and low-income people affected by Coronavirus (Covid-19).
 
Director (Business Development) Md. Mahmudur Rahman Sabuj and Director (Technical) Md. Anwarul Islam were present at the occasion.


It may be mentioned that in a statement issued on April 14, the mayor called for providing cash / daily necessities to the relief fund of Rajshahi City Corporation for the unemployed and low income people. Since then, many individuals, organizations and organizations have come forward in response to the mayor's call.
 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ